বুলগেরিয়ায় নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু
প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২১ ২০:৪২
আপডেট:
১ আগস্ট ২০২৫ ১২:৩৫

বুলগেরিয়ার পূর্বাঞ্চলে একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) এ ঘটনা ঘটে। খবর- বার্তাসংস্থা রয়টার্স।
তিহোমির তোটেভ, আঞ্চলিক অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান জানান, সোমবার রাতে বাড়ির কাঠের ছাদ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহুর্তেই ওই নার্সিং হোমে ছড়িয়ে পরে। এসময় ৫৮ জন বয়স্ক মানুষকে তাৎক্ষনিক সরিয়ে নেয়া হয় সেখান থেকে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়র সার্ভিসের ৬টি মেশিন যখন সেখানে পৌঁছায়, ততক্ষণে নার্সিং হোমের ছাদটি বিশাল আগুন এবং কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তাৎক্ষনিক উদ্ধারকারীরা সেখানের অধিবাসীদের সরিয়ে নেয়ার কাজ শুরু করলেও ৯ জন প্রাণ হারান। আগুনের কারণ জানার চেষ্টা চলছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভবনটির ছাদ থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কর্মকর্তারা বলছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: