ইসরায়েলি মন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন বরিস জনসন
 প্রকাশিত: 
                                                ৪ নভেম্বর ২০২১ ০২:৫০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৭:৫০
                                                
 
                                        স্কটল্যান্ডের গ্লাসগোয় জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-২৬) হুইলচেয়ারে করে আসায় সম্মেলন কক্ষে ঢুকতে না পারা ইসরায়েলের মন্ত্রী কারিন এলহারারের কাছে ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
সোমবার (১ নভেম্বর) জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন শুরু হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।
এতে অংশ নিতে ইসরায়েলের প্রতিনিধি দলের সঙ্গে সম্মেলনস্থলে হাজির হন দেশটির জ্বালানি ও পানিমন্ত্রী কারিন এলহারার। কিন্তু হুইল চেয়ারে আসায় সম্মেলন কক্ষে প্রবেশ করতে পারেননি তিনি।
দুই ঘণ্টা অপেক্ষা করার পর তাঁকে সম্মেলনস্থল থেকে ৫০ মাইল দূরের হোটেলে ফিরে যেতে হয়। কারিনের সঙ্গে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষমা চেয়েছেন বরিস জনসন।
মঙ্গলবার (২ নভেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকের সময় তিনি ক্ষমা চান।
এদিকে, বরিস জনসনের আগে যুক্তরাজ্য সরকারের পক্ষে দেশটির পরিবেশমন্ত্রী জর্জ ইওসটিস ইসরায়েলি মন্ত্রী কারিনের কাছে ক্ষমা চেয়েছেন।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: