বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৮৫৯৭ জনের মৃত্যু
প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২১ ২১:১২
আপডেট:
১ আগস্ট ২০২৫ ০৯:০১

মহামারি করোনাভাইরাসে আকৃান্ত হয়ে ও উপর্সগ নিয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ৮ হাজার ৫৯৭ জন। শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৫৮২ জনের। এক দিনের হিসাবে বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ লাখ ৮৭ হাজার ৭৬৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৬৯২ জনের। সুস্থ হয়েছেন ২২ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৫৪০ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ৪৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৬১ হাজার ৮৪২ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৩১ হাজার ২০৭ জনের। মারা গেছেন ৪ লাখ ৫৬ হাজার ৪১৮ জন।
আপনার মূল্যবান মতামত দিন: