কাবুল দখলের পর প্রথমবারের মতো
তালেবানের সঙ্গে বৈঠকে মার্কিন কর্মকর্তারা
প্রকাশিত:
১০ অক্টোবর ২০২১ ১৫:৪০
আপডেট:
১ আগস্ট ২০২৫ ১৬:০১

১৫ আগস্ট আফগানিস্তান দখল করে নিয়েছেন তালেবানেরা। এরপর প্রথমবারের মতো তালেবানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। শনিবার কাতারের রাজধানী দোহায় দুদিনের এ বৈঠক শুরু হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে স্বীকৃতি বা বৈধতা দেওয়ার উদ্দেশে নয়, বরং যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিষয়ে বাস্তববাদী আলোচনার ধারাবাহিকতার অংশ এটি।
ওই মুখপাত্র জানিয়েছেন, আফগান, মার্কিন নাগরিক ও অন্যান্য বিদেশিদের নিরাপদে আফগানিস্তান ত্যাগ অব্যাহত রাখা এবং নারী ও কিশোরীসহ সব আফগানের অধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ করা হবে তালেবানকে।
আপনার মূল্যবান মতামত দিন: