6931

05/17/2024 তালেবানের সঙ্গে বৈঠকে মার্কিন কর্মকর্তারা

তালেবানের সঙ্গে বৈঠকে মার্কিন কর্মকর্তারা

আর্ন্তজাতিক ডেস্ক

১০ অক্টোবর ২০২১ ১৫:৪০

১৫ আগস্ট আফগানিস্তান দখল করে নিয়েছেন তালেবানেরা। এরপর প্রথমবারের মতো তালেবানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। শনিবার কাতারের রাজধানী দোহায় দুদিনের এ বৈঠক শুরু হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে স্বীকৃতি বা বৈধতা দেওয়ার উদ্দেশে নয়, বরং যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিষয়ে বাস্তববাদী আলোচনার ধারাবাহিকতার অংশ এটি।

ওই মুখপাত্র জানিয়েছেন, আফগান, মার্কিন নাগরিক ও অন্যান্য বিদেশিদের নিরাপদে আফগানিস্তান ত্যাগ অব্যাহত রাখা এবং নারী ও কিশোরীসহ সব আফগানের অধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ করা হবে তালেবানকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]