শুটিং করতে মহাকাশে রুশ অভিনেত্রী ও পরিচালক
প্রকাশিত:
৬ অক্টোবর ২০২১ ২১:২০
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৪:৪৭

যুক্তরাষ্ট্রের পর এবার মহাকাশে সিনেমার শুটিং করতে যাচ্ছে দেশটির প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়ার এক অভিনেত্রী ও পরিচালক। মঙ্গলবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন তারা। খবর এএফপির।
যে দুজন মহাকাশ স্টেশনে গেছেন, তারা হলেন— অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্দ ও পরিচালক ক্লিম শিপেঙ্কো। মহাকাশ স্টেশনে পৌঁছাতে তারা দুজন বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে যাত্রা শুরু করেন।
তাদের বহনকারী মহাকাশযানটি মঙ্গলবার ৬টা ১২ মিনিটে মহাকাশ স্টেশনে পৌঁছায় বলে জানানো হয়েছে।
হলিউডের একটি প্রকল্পের অংশ হিসেবে মহাকাশে একটি সিনেমার শুটিং করার কথা গত বছর ঘোষণা করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
‘মিশন ইম্পসিবল’ সিরিজের সিনেমার শুটিংয়ের জন্য জনপ্রিয় মার্কিন অভিনেতা টম ক্রুজকে মহাকাশে পাঠানোর কথাও জানানো হয়েছিল।
আপনার মূল্যবান মতামত দিন: