সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


এক নারীর শরীর থেকে ৩১ জনের শরীরে করোনা


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২০ ১৬:২৫

আপডেট:
২৪ এপ্রিল ২০২০ ১৭:৫০

ফাইল ছবি

ভারতের তেলেঙ্গানায় এক নারীর মাধ্যমে ৩১ জনের শরীরে ছড়িয়েছে করোনা। ওই নারী কোনোভাবে তাবলিগ জামাতে যাওয়া কারো সংস্পর্শে এসেছিলেন। সেখান থেকেই তিনি সংক্রমিত হন।

স্বাস্থ্য দফতরের কর্তারা জানতে পারেন, ওই নারী গত কয়েক দিনে লকডাউন চলার সময় বিভিন্ন বাড়িতে অষ্ট চাম্মা নামের এক ধরনের ইনডোর গেম খেলতে যান। লুডুর মতো এই খেলায় অংশ নেন আরো অনেক নারী। সেখান থেকেই সংক্রমণ ছড়ায়। আপাতত বাকি ৩১ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

হায়দরাবাদে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৮৩, যার মধ্যে ৩১ জন ওই নারীর মাধ্যমে সংক্রমিত হয়েছেন।

এদিকে, সামাজিক দূরত্ব ও লকডাউন বজায় রাখতে ব্যর্থ হওয়ায় পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। এতে মৃত্যু হয়েছে ৭২১ জনের। সংক্রমণ বৃদ্ধির হারের ভিত্তিতে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই মনে করছেন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।


সম্পর্কিত বিষয়:

ভারত

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top