সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৭শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


জ্বালানিবাহী বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান


প্রকাশিত:
১১ আগস্ট ২০২৫ ১৯:০০

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২২:২৩

ছবি সংগৃহীত

জ্বালানি চোরাচালানের অভিযোগে নিজেদের আঞ্চলিক জলসীমা থেকে বিদেশি একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে ওই ট্যাঙ্কারের ১৭ নাবিককেও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট ) ইরানের সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরের জলসীমায় জ্বালানি চোরাচালানের অভিযোগে একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানি কর্তৃপক্ষ। এ সময় ওই ট্যাঙ্কারের ১৭ নাবিককেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, হরমুজগান প্রদেশের সীমান্তরক্ষী পুলিশ ‘ফিনিক্স’ নামের একটি ট্যাঙ্কার জব্দ করেছে। ট্যাঙ্কারটি তৃতীয় একটি দেশের পতাকা বহন এবং ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি ইসনা।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইরানি বাহিনীর জব্দ করা ট্যাঙ্কারে ২০ লাখ লিটারেরও বেশি চোরাই জ্বালানি বহন করা হচ্ছিল। এ ঘটনায় জাহাজে থাকা ১৭ বিদেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্বালানিতে ভর্তুকি বেশি থাকায় ইরানে জ্বালানির দাম বিশ্বে অন্যতম সর্বনিম্ন। যে কারণে দেশটিতে প্রায়ই জ্বালানি চোরাচালানের ঘটনা ঘটে। ইরানি কর্তৃপক্ষ অবৈধভাবে জ্বালানি পরিবহনকারী জাহাজ আটক করার ঘোষণাও দেয়।

গত মাসেও দেশটির কর্তৃপক্ষ ওমান সাগরে জ্বালানি চোরাচালান কাজে জড়িত সন্দেহে বিদেশি একটি ট্যাঙ্কার জব্দ করে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জব্দকৃত ওই ট্যাঙ্কারে প্রায় ২০ লাখ লিটার জ্বালানি বহন করা হচ্ছিল।

সূত্র: এএফপি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top