শনিবার, ২৬শে জুলাই ২০২৫, ১১ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


নানামুখী হুমকি মোকাবিলায় একসঙ্গে থাকবে চীন ও পাকিস্তান


প্রকাশিত:
২৫ জুলাই ২০২৫ ২১:১৭

আপডেট:
২৬ জুলাই ২০২৫ ১৪:৪৪

ছবি সংগৃহীত

চীনে সরকারি সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির চীনের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) ঘিরে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার লক্ষ্যেই এ সফর অনুষ্ঠিত হয়—বলে জানিয়েছে পাকিস্তান আইএসপিআর।

সফরকালে সেনাপ্রধান আসিম মুনির চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল ঝ্যাং ইউশিয়া’র সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে দুই দেশের নেতারা আঞ্চলিক অস্থিরতা, হাইব্রিড যুদ্ধ, সন্ত্রাসবাদ এবং বহুমাত্রিক হুমকির বিরুদ্ধে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হন। তারা যৌথভাবে এসব হুমকি মোকাবিলায় ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চীনা সামরিক নেতৃত্ব পাকিস্তানের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে একে দক্ষিণ এশিয়ায় শান্তির ‘গুরুত্বপূর্ণ ভিত্তি’ হিসেবে উল্লেখ করে। তারা পাকিস্তানের ভূখণ্ডে চীনা প্রকল্প ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

আসিম মুনির বলেন, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা শুধু সরকারের নয়, পুরো পাকিস্তানি জাতিরই অভিন্ন ইচ্ছা। তিনি চীনের দীর্ঘমেয়াদি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও সামরিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সফরকালে পিএলএ সদর দপ্তরে পৌঁছালে পাকিস্তানের সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়, যা দুই দেশের ঐতিহাসিক সামরিক সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

আইএসপিআর জানায়, এই সফর চীন-পাকিস্তান সম্পর্কের গভীরতা ও ভবিষ্যতের যৌথ প্রয়াসকে আরও সুসংহত করেছে।

সূত্র: জিও নিউজ


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top