শুক্রবার, ১লা আগস্ট ২০২৫, ১৭ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


যুদ্ধক্ষেত্রে নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’


প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫ ১৪:৪৪

আপডেট:
১ আগস্ট ২০২৫ ১৪:৫৬

ছবি সংগৃহীত

যুদ্ধক্ষেত্রে নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করছে জার্মানি। সাইবার তেলাপোকা তৈরি করেছে দেশটি। বিশেষ এই তেলাপোকাগুলো জীবিত পোকামাকড়ের দেহকে কৃত্রিম প্রযুক্তির সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে। পিঠে লাগানো ক্ষুদ্র ক্যামেরা ও সেন্সর দিয়ে এগুলো শত্রুর অবস্থান এবং পরিস্থিতি সরাসরি সেনাবাহিনীর কাছে পৌঁছে দেবে।

জার্মানির এক স্টার্টআপ ‘স্বর্ম বায়োট্যাকটিকস’ তৈরি করছে বিশেষ ধরনের সাইবার তেলাপোকা। প্রতিষ্ঠানটির প্রধান স্টেফান উইলহেলম বলেন, ‘এই বায়ো-রোবটগুলো শত্রুর এলাকায় ঢুকে নজরদারি চালাতে পারবে, তথ্য পাঠাবে রিয়েল টাইমে।’

এই প্রযুক্তিকে ঘিরে জার্মানির প্রতিরক্ষা ভাবনায় আসছে বড় পরিবর্তন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ছোট আকারের রোবট এবং গোয়েন্দা ড্রোনের মতো উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে, তারই প্রস্তুতি নিচ্ছে দেশটি।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর জার্মানি প্রতিরক্ষা প্রযুক্তিতে বড় ধরনের বিনিয়োগ বাড়িয়েছে। এ ধরনের উদ্ভাবনী প্রযুক্তি যুদ্ধের ধরনই পালটে দেবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।

বিশ্লেষকরা বলছেন, সাইবার তেলাপোকার মতো প্রযুক্তি শুধু সেনাবাহিনীর জন্যই নয়, নিরাপত্তা বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে তাদের প্রতিরক্ষা নীতি ও মনোভাবের বড় পরিবর্তন ঘটেছে জার্মানি। দেশটি এখন শুধু অস্ত্রের পরিমাণ বাড়ানো নয়, আধুনিক ও স্মার্ট প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগী হয়েছে।

সূত্র: রয়টার্স

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top