রবিবার, ৬ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২

Shomoy News

Sopno


নিউইয়র্কে মামদানির জয়ে ‘ক্ষুব্ধ’ মোদির সমর্থকরা


প্রকাশিত:
৬ জুলাই ২০২৫ ১৮:৪০

আপডেট:
৬ জুলাই ২০২৫ ২১:০৯

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে জয় পেয়েছেন জোহরান মামদানি। তবে তার এ জয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। শুক্রবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

কেন ক্ষুব্ধ মোদির সমর্থকরা

আগামী নভেম্বরে নিউইয়র্কের মেয়র নির্বাচন হবে। এতে তার প্রধান প্রতিদ্বন্দ্বি থাকবেন রিপাবলিকান পার্টির প্রার্থী ও বর্তমান মেয়র এরিক অ্যাডামস। এ নির্বাচনে যদি মামদানি নির্বাচিত হন তাহলে তিনি প্রথম দক্ষিণ এশীয় এবং ভারতীয় বংশোদ্ভূত মেয়র হবেন। তা সত্ত্বেও ভারতীয় প্রবাসীরা তার ওপর ক্ষুব্ধ।

বিশেষজ্ঞরা আলজাজিরাকে বলেছেন, মামদানি মুসলিম হওয়ায় এবং তিনি স্পষ্টভাষায় কথা বলায় কট্টরপন্থি হিন্দুদের সমালোচনার শিকার হচ্ছেন। মোদির সমর্থকরা ভারতে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতন চালায়। এ নিয়ে সমালোচক ও মোদির সমর্থকদের মধ্যে উত্তেজনা রয়েছে। নিউইয়র্কের প্রাথমিক নির্বাচনে মামদানির জয়ে সেটিরই প্রতিফলন দেখা যাচ্ছে।

মোদির অনেক সমর্থক মামদানির ধর্ম পরিচয়কে লক্ষ্যবস্তু করেছেন। তাকে ‘জিহাদি’ এবং ‘ইসলামপন্থী’ হিসেবে আখ্যা দিয়েছেন। এছাড়া তাকে ভারত-বিরোধী এবং হিন্দু-বিরোধী বলে অভিযোগ করা হচ্ছে। মোদির ক্ষমতাসীন বিজেপির সমর্থক ও সংবাদমাধ্যম ‘আজ তাক’ মামদানিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে অভিযোগ করা হয়েছে ‘ভারত-বিরোধী’ সংস্থা থেকে অর্থ নিয়েছেন মামদানি।

বিশেষজ্ঞরা বলেছেন, মোদির সমর্থকরা অনলাইনে মামদানির বিরুদ্ধে কাজ করলেও ভারতীয় আমেরিকান এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর প্রবাসীদের সমর্থন পেতে পারেন তিনি। বিশেষ করে যারা ডেমোক্র্যাটিক পার্টির সমর্থক যারা আছেন তারা মামদানির পক্ষে থাকবেন।

সূত্র: আলজাজিরা

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top