ভারতে অ্যাপলের কারখানা থেকে সরানো হলো ৩ শতাধিক চীনাকে
প্রকাশিত:
৩ জুলাই ২০২৫ ১৮:০৬
আপডেট:
৩ জুলাই ২০২৫ ২২:৪৬

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন আইফোনের ভারতীয় কারখানা থেকে শতাধিক চীন প্রকৌশলী এবং টেকনিশিয়ানকে সরানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি অনলাইন।
আইফোনের উদ্ভাবন ও প্রস্তুতকারী মূল প্রতিষ্ঠান আন্তর্জাতিক টেক জায়ান্ট অ্যাপলের প্রধান সহকারী প্রতিষ্ঠান তাইওয়ানভিত্তিক কোম্পানি ফক্সকোন। অ্যাপলের এশিয়া অঞ্চলের যাবতীয় অপারেশন এই ফক্সকোনই দেখভাল করে। ফক্সকোনের তত্ত্বাবধানে ২০২২ সালে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে আইফোনের কারখানা নির্মিত হয়। এটিই এখন পর্যন্ত ভারতে প্রথম এবং একমাত্র আইফোনের কারখানা।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অদূরে শ্রীপুরাম্বুদুরে অবস্থিত এই আইফোন কারখানাটিতে উৎপাদন শুরু হয় ২০২৩ সাল থেকে। শুরু থেকেই কারখানাটিতে কয়েক শ চীনা কর্মকর্তা ও কর্মী ছিলেন। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দু’মাস আগে ফক্সকোন ভারতের আইফোন কারখানায় কর্মরত সব চীনা কর্মকর্তা-কর্মীকে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। কোম্পানি লিখিত নির্দেশ জারি করার পর থেকে এ পর্যন্ত শ্রীপুরম্বুদুরের কারখানা থেকে ৩ শতাধিক চীনা প্রকৌশলী ও টেকনিশিয়ান ফিরে গেছেন বলে উল্লেখ করা হয়েছে ব্লুমবার্গের প্রতিবেদনে।
এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে চেয়ে অ্যাপল ও ফক্সকোনের সঙ্গে যোগাযোগ করেছিল ব্লুমবার্গ, কিন্তু দুই কোম্পানির কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
তবে বিশেষ সূত্রে জানা গেছে, বেইজিংয়ের হস্তক্ষেপেই এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ফক্সকোন। কারণ বেইজিংয়ের সন্দেহ— চীনা কর্মকর্তা-কর্মীদের মাধ্যমে ভারতে চীনের প্রযুক্তি ও এ বিষয়ক জ্ঞান পাচার হতে পারে। তাই জ্ঞান ও প্রযুক্তি পাচারের ঝুঁকি এড়াতেই বেইজিং হস্তক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে চীন অন্যতম। চীনেও আইফোনের কারখানা আছে অ্যাপলের শীর্ষ নির্বাহী টিম কুকও একাধিকবার কোম্পানির চীনা কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও প্রযুক্তিবিষয়ক জ্ঞানের প্রশংসা করেছেন।
সূত্র : এনডিটিভি অনলাইন
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: