ইসরাইলের চ্যানেল ১৪ কার্যালয়ে হামলা চালাল ইরান
 প্রকাশিত: 
                                                ২১ জুন ২০২৫ ১১:১২
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৩:৩৬
                                                
                                        ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অধিকৃত হাইফা শহরে অবস্থিত ইসরাইলি চ্যানেল ১৪-এর লাইভ সম্প্রচারের সদরদপ্তরকে মিসাইল হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে।
শনিবার আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার ইসরাইলি বাহিনী তেহরানে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর সদরদপ্তরে হামলা চালায়। এর জবাবেই মূলত ইরান ইসরাইলি সংবাদমাধ্যমটির কার্যালয়ে হামলা চালিয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবি-তে ইসরাইলের ওই হামলাকে ‘মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছে তেহরান।তারা বলেছে, এই হামলা ইসরাইলি শাসকগোষ্ঠীর অপরাধপ্রবণতা ও আন্তর্জাতিক নীতির প্রতি অবজ্ঞা আবারও প্রমাণ করেছে।
তবে, ইসরাইলি হামলার কিছুক্ষণ পরেই আইআরআইবি সদরদপ্তরের কার্যক্রম আবার স্বাভাবিক হয়ে যায়।
এ ঘটনার পর ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে চ্যানেল ১৪-এর সম্প্রচার কেন্দ্রে হামলা চালায়। যার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে, শনিবারও (২১ জুন) ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ইসরইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এমনটা জানিয়েছে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। ইতোমধ্যে ইসরাইলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ইতোমধ্যে সাইরেন বাজতে শুরু করেছে। তবে ইরান থেকে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ইসরাইলের কোথায় সেগুলো আঘাত হানতে পারে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আইডিএফ।
এদিকে নিজেদের ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর ‘আগ্রাসন’ বন্ধ হলে কূটনৈতিক আলোচনা বিবেচনা করার কথা জানিয়েছে ইরান। শুক্রবার (২০ জুন) জেনেভায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সূত্র: মেহের নিউজ
সম্পর্কিত বিষয়:



                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: