প্রথমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা তোলার অধিকার পেল ফিলিস্তিন
প্রকাশিত:
২৭ মে ২০২৫ ১৯:১৭
আপডেট:
২৯ মে ২০২৫ ০২:২৬

প্রতীকী একটি ভোটে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেলেন ফিলিস্তিনের প্রতিনিধিরা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সোমবারের এ ঘটনা ফিলিস্তিনকে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রের স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থাটির সদরদপ্তরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করতে দেওয়া হবে কি না সে বিষয়ে প্রতীকী এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
সেখানে চীন, পাকিস্তান, সৌদি আরবসহ বেশ কয়েকটি রাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করলে ৯৫টি দেশ তাতে সমর্থন জানায়।
অন্যদিকে, ইসরাইল, হাঙ্গেরি, চেক রিপাবলিক এবং জার্মানি এ প্রস্তাবের বিরোধিতা করেছে। বাকি ২৭টি দেশ ভোটদানে বিরত থেকেছে। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি গৃহিত হয়েছে।
এমন এক সময় এ ঘটনা ঘটল যার কিছুদিন আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স।
এদিকে ইসরাইল হুমকি দিয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পশ্চিম তীর দখল করে নেবে তারা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: