শুক্রবার, ২৩শে মে ২০২৫, ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২

Shomoy News

Sopno


লন্ডনে সালমান এফ রহমানের ছেলের বাড়ি ও অ্যাপার্টমেন্ট জব্দ


প্রকাশিত:
২৩ মে ২০২৫ ১০:৫২

আপডেট:
২৩ মে ২০২৫ ২০:৪৯

ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের মালিকানাধীন একটি বাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট জব্দ করার আদেশ পেয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)

ফলে এখন আর ওই দুটি সম্পত্তি বিক্রি বা স্থানান্তর করতে পারবেন না সালমান এফ রহমানপুত্র, যা তিনি অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন।

জনপ্রিয় ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জব্দ হওয়া বাড়ি ও অ্যাপার্টমেন্টের মালিক বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের ছেলে। আর সালমান এফ রহমান বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন।

প্রতিবেদন আরও বলছে, শায়ানের জব্দকৃত বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি লন্ডনের অভিজাত এলাকা ১৭ গ্রসভেনর স্কয়ারে অবস্থিত। যেটি ২০১০ সালে ৬.৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়। আর বাড়িটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসে অবস্থিত, ২০১১ সালে সেটি কেনা হয় ১.২ মিলিয়ন পাউন্ডে।

যুক্তরাজ্যের ইলেক্টোরাল রোলের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার বোন তথা যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা মাঝেমধ্যে শায়ানের গ্রেশাম গার্ডেনসের ওই বাড়িতে থাকতেন। তবে এখনো তিনি সেখানে থাকেন কিনা, তা নিশ্চিত নয়।

ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত করছি, লন্ডনের ১৭ গ্রসভেনর স্কয়ার এবং গ্রেশাম গার্ডেনসের দুটি সম্পদের ওপর ফ্রিজিং অর্ডার দেওয়া হয়েছে। এটি একটি চলমান তদন্তের অংশ।’

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. আবদুল মোমেনের উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সালমান এফ রহমান ও তার ছেলে শায়ান ফজলুর রহমান দুজনেই দুর্নীতির তদন্তে সন্দেহভাজন।

এদিকে শায়ানের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের মক্কেল দৃঢ়ভাবে অস্বীকার করছেন যে, তিনি কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। যুক্তরাজ্যে যদি কোনো তদন্ত হয়, তিনি তাতে পূর্ণ সহযোগিতা করবেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে এবং শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। আমরা আশা করি, যুক্তরাজ্যের কর্তৃপক্ষ এ বিষয়টি বিবেচনা করবে।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top