বেলুচিস্তানে হামলা নিয়ে যে দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
প্রকাশিত:
২২ মে ২০২৫ ১৮:১৩
আপডেট:
২২ মে ২০২৫ ২৩:৫৬

পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার এলাকায় একটি স্কুল বাসে হামলার ঘটনায় ভারতের হাত রয়েছে বলে দাবি করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাঁজা আসিফ।এই হামলার নেপথ্যে ভারতের ভূমিকা ইসলামাবাদ প্রমাণ করে দিতে পারবে বলেও দাবি করেছেন তিনি।
জিও নিউজের একটি অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘বেলুচিস্তানের ঘটনায় ভারতের সম্পৃক্ততা আমরা প্রমাণ করে ছাড়ব। যা দাবি করছি, তা নিশ্চিত করব। বিএলএ ভারতের ছায়া সংগঠন হিসাবেই কাজ করছে।
বুধবার খুজদারে স্কুল বাসে হামলার ঘটনায় চার শিশুসহ ছয় জন নিহত হয়। এছাড়া আরও ৪২টি শিশু আহত হয়।
ওই ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাকিস্তান সেনাবাহিনী এর নিন্দা জানায়। কোয়েটায় আহতদের সঙ্গে দেখা করতে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ ও পাক সেনাপ্রধান আসিম মুনির।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: