মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫, ৬ই ফাল্গুন ১৪৩১


ভারত থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার দাবি শিবসেনা নেতার


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৫ ১৫:৩২

আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৬

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই শহরে বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা দেশটিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাকে বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে মুম্বাইয়ে বাংলাদেশিদের অবস্থান ও এই হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারত থেকে সব বাংলাদেশিকে তাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন শিবসেনা (ইউবিটি) শিবিরের নেতা সঞ্জয় রাউত। আর এই কাজ তিনি শুরু করতে বলেছেন ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে।

এছাড়া ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেছেন এই শিবসেনা নেতা। সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

বার্তাসংস্থাটি বলছে, সাইফ আলী খানকে ছুরিকাঘাত করে হামলায় অভিযুক্তকে মুম্বাই পুলিশ বাংলাদেশের অধিবাসী বলে নিশ্চিত করার পরে শিবসেনা (ইউবিটি) সংসদ সদস্য সঞ্জয় রাউত সোমবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সমস্ত বাংলাদেশিকে সেখান থেকে ‘তাড়িয়ে দেওয়া উচিত’।

রাউত বলেন, সমস্ত বাংলাদেশিকে তাড়িয়ে দেওয়া উচিত এবং এই কাজ শেখ হাসিনার সাথে শুরু করা উচিত, যিনি গত বছর গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেছে শিবসেনা।

সংবাদমাধ্যম বলছে, সঞ্জয় রাউতের কাছে প্রশ্ন ছিল সাইফ আলী খানের ওপর হামলায় অভিযুক্ত সন্দেহভাজন বাংলাদেশি কিনা, তা নিয়ে। জবাবে সঞ্জয় রাউত বলেন, “কে বলেছে তিনি বাংলাদেশি? বিজেপির লোকজন? বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, সাইফ আলী খানের ওপর যে হামলা হয়েছে তা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক ষড়যন্ত্র কী? এক অভিনেতার ওপর হামলা হয়েছে। ছুরি দিয়ে হামলা হয়েছে। তার নেপথ্যের রহস্য কী, তা জানাতে বলুন। তিনি (অভিযুক্ত) কে, কী? যদি তিনি বাংলাদেশি হন.. তাহলে তার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। যদি বাংলাদেশি এখানে এসে থাকে, রোহিঙ্গারা এসে থাকে, তাহলে তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দায়িত্ব। পদত্যাগ করুক উনি, তার পদত্যাগ চাওয়া হোক।”

একইসঙ্গে উদ্ধব ঠাকরে শিবিরের এই নেতা বলেন, “যদি বাংলাদেশিদের হঠাতে হয় আপনাকে, তাহলে প্রধানমন্ত্রীর কাছে প্রতিনিধি দল নিয়ে যান.. আমি আহ্বান জানাচ্ছি মুম্বাইয়ের বিজেপির নেতাদের… যান মোদি সাহেবের সঙ্গে দেখা করুন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করুন। আর বলুন, সব বাংলাদেশিকে হঠিয়ে দিন, আর তা শুরু করুন শেখ হাসিনাকে দিয়ে, যাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “বিজেপি নাটক করছে। মুম্বাই মহানগর নির্বাচন আছে... তাই লোকজনকে ভয় দেখানো হচ্ছে। মানুষের মনে ভয় তৈরি করছে। বাংলাদেশিদের সঙ্গে মোকাবিলা করতে আমরাই যথেষ্ট… আমরা যখন সংসদে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই, তখনই বিজেপি আমাদের বাধা দেয়, আন্তর্জাতিক সম্পর্কের অজুহাত দিয়ে... বলেছে, আন্তর্জাতিক সম্পর্ক খারাপ হবে।”

বিজেপির তীব্র সমালোচনা করে সঞ্জয় বলেন, “কারিনা কাপুর আর সাইফ আলি খানের বিয়েকে লাভ জেহাদ বলা হয়েছিল... আর এখন হামলা হওয়ার পর খুব ভালোবাসা দেখানো হচ্ছে, ওদের ছেলে আছে, নিরীহ ছোট্ট ছেলেটার নাম তৈমুর, তা নিয়েও আপনাদের লোক (বিজেপি) অনেক কিছু বলেছে।”

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে সাইফ আলী খানের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। হামলায় বলিউডের এই অভিনেতা তার মেরুদণ্ডে ছুরির ক্ষতসহ গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় মুম্বাই পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার নাম মোহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। তিনি বাংলাদেশের ঝালকাটি জেলার বাসিন্দা বলে দাবি করেছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top