রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


সমৃদ্ধ আমেরিকা না গড়া পর্যন্ত বিশ্রাম নেব না : ট্রাম্প


প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৪ ১৬:০০

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ২১:২৪

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টরাল কলেজ ভোট তিনি পাননি।

নিজের এই ভাষণে সমৃদ্ধ আমেরিকা গড়ার অঙ্গীকার করেছেন তিনি। এমনকি সমৃদ্ধ আমেরিকা না গড়া পর্যন্ত তিনি বিশ্রাম নেবেন বলেও দাবি করেছেন ট্রাম্প। বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

ট্রাম্প বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় ঘোষণা দিয়ে তার সমর্থকদের বলেন, তিনি “শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ আমেরিকা তৈরি না পর্যন্ত বিশ্রাম নেবেন না।”

ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে সমর্থকদের সামনে দেওয়া ওই ভাষণে তিনি আরও বলেন, “প্রতিটি দিন আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আপনাদের জন্য লড়াই করব।”

ট্রাম্প যখন গভীর রাতে এই ভাষণ দিতে মঞ্চে উঠেন, তখন দেশের প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলো তাকে গুরুত্বপূর্ণ জর্জিয়া, নর্থ ক্যারোলিনা এবং পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বিজয়ী ঘোষণা করে দিয়েছে।

এর ফলে, ট্রাম্পের মোট ইলেক্টরাল ভোট গিয়ে দাঁড়ায় ২৬৭টিতে। অর্থাৎ চূড়ান্ত বিজয়ের জন্য তার আর মাত্র ৩টি ভোট প্রয়োজন।

আর তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস সর্বশেষ ঘোষণায় মিনেসোটা অঙ্গরাজ্যে জয়লাভ করে ২২৪টি ইলেক্টরাল ভোট পেয়েছেন।

আর বাকি ছয়টি অঙ্গরাজ্যের মধ্যে মাত্র একটিতে এগিয়ে রয়েছেন কমালা হ্যারিস। আর তাই বিজয়ের জন্য প্রয়োজনীয় ইলেক্টরাল ভোট পাওয়া তার জন্য প্রায় অসম্ভব।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top