রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


মহারাষ্ট্রে গ্লাভস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৩ ১০:২১

আপডেট:
৫ মে ২০২৪ ১৬:২৭

ফাইল ছবি

ভারতের মহারাষ্ট্রে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) ভোরে ফ্যাক্টরিটিতে আগুন লাগার পর ওই ছয়জন সেখানে আটকা পড়েছিলেন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে একটি হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারক কোম্পানির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ফায়ার বিভাগের কর্মকর্তাদের মতে, রাজ্যটির ওয়ালুজ এমআইডিসি এলাকায় অবস্থিত ওই কারখানায় রোববার ভোর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

মোহন মুঙ্গসে নামে একজন দমকল কর্মকর্তা এএনআইকে জানিয়েছেন, ‘রাত সোয়া দুইটায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা একটি কল পাই। যখন আমরা ঘটনাস্থলে পৌঁছাই, তখন পুরো কারখানায় আগুন জ্বলছিল। স্থানীয়রা আমাদের জানায়, ছয়জন লোক ভেতরে আটকা পড়েছেন। পরে আমাদের কর্মকর্তারা ভেতরে প্রবেশ করেন এবং ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়।’

এনডিটিভি বলছে, অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে স্থানীয়রা দাবি করেন, ভবনের ভেতরে অন্তত পাঁচজন শ্রমিক আটকা পড়েছেন। তবে দমকল বিভাগের কর্মকর্তারা পরে আগুনের ঘটনায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রমিকরা জানান, আগুন লাগার সময় তারা ঘুমাচ্ছিলেন। এক শ্রমিক এএনআইকে বলেছেন, ‘অগ্নিকাণ্ডের সময় ১০-১৫ জন কর্মী ভবনের ভেতরে ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর কেউ কেউ পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু অন্তত পাঁচজন ভেতরে আটকা পড়েছিলেন।’

এদিকে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।


সম্পর্কিত বিষয়:

ভারত মহারাষ্ট্র অগ্নিকাণ্ড

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top