রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


ভারতের পার্লামেন্টে ৩৩ এমপি সাময়িক বরখাস্ত!


প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৩ ১৭:২৩

আপডেট:
৫ মে ২০২৪ ১৬:২২

ফাইল ফটো/সংগৃহীত

গত বাদল অধিবেশনেও ‘অসংসদীয় শব্দ’ ব্যবহার করার জন্য সাময়িক বরখাস্ত হয়েছিলেন ভারতের লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সোমবার শীতকালীন অধিবেশনেও সাময়িক বরখাস্ত করা হলো অধীরকে। সঙ্গে ৩০ জনের বেশি বিরোধী এমপির বিরুদ্ধেও একই ব্যবস্থা নিয়েছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার মাঝেই নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী এমপিরা। তুমুল চিৎকার শুরু হয় সংসদে। পরে কিছুক্ষণ সভার কাজ মুলতুবি করে দেন স্পিকার। তারপরেও পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অধীরসহ ৩০ জনের বেশি এমপিকে সাসপেন্ড করেন স্পিকার।

ভারতে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। তত দিন এই এমপিরা অধিবেশনে যোগ দিতে পারবেন না।

সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন অনেক তৃণমূল এমপিও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অসিত মাল, শতাব্দী রায়কে সাসপেন্ড করেছেন স্পিকার। এছাড়া এই তালিকায় রয়েছেন ডিএমকের তিন সাংসদ টিআর বালু, এ রাজা এবং দয়ানিধি মারান। চলতি অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৪৬ জন এমপিকে সাসপেন্ড করা হলো।


সম্পর্কিত বিষয়:

ভারত

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top