শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


বিশ্বে আফিমের প্রধান উৎস মিয়ানমার: জাতিসংঘ


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২৩ ১৯:২৯

আপডেট:
৪ মে ২০২৪ ০৫:৪৪

বর্তমানে মিয়ানমারে এক হাজার ৮০ মেট্রিক টন আফিম উৎপাদিত হয়। ছবি: আনাদোলু এজেন্সি

বিশ্বে আফিমের প্রধান উৎস মিয়ানমার। মঙ্গলবার (১২ ডিসেম্বর) জাতিসংঘ এ ঘোষণা দিয়েছে। তারা বলেছে, দেশটি বিশ্বের সবচেয়ে বড় আফিমের উৎস।

জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিসের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গলে আফিম চাষ "গত বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে একইসাথে মিয়ানমারে এ আফিম চাষের পরিমাণ ব্যাপক হারে বেড়েছে।

২০২৩ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আফিম বিষয়ক জরিপে দেখা যায়, ২০২১ সালে মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর সেখানে আফিম চাষের পরিমাণ ১৮ শতাংশ বেড়েছে। আগে সেখানে ৪০ হাজার ১০০ হেক্টর (৯৯ হাজার একর) জমিতে আফিম চাষ হতো, এখন সেখানে ৪৭ হাজার ১০০ হেক্টর (এক লাখ ১৬ হাজার একর) জমিতে আফিম চাষ হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের আঞ্চলিক কার্যালয় এসব তথ্য প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এখন মিয়ানমারে এক হাজার ৮০ মেট্রিক টন আফিম উৎপাদিত হয়। দেশটি এখন বিশ্বের সবচেয়ে বড় আফিমের উৎস।

জাতিসংঘের আঞ্চলিক প্রতিনিধি জেরেমি ডগলাস বলেছেন, ২০২১ সালে মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর সেখানকার অর্থনীতি, নিরাপত্তা এবং কেন্দ্রীয় সরকারের শাসন দুর্বল হয়ে যায়। তখন প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা জীবিকা নির্বাহের জন্য আফিম চাষের দিকে ঝুঁকে পড়েন। শান (রাজ্য) এবং অন্যান্য সীমান্ত এলাকায় সংঘাতের তীব্রতা বৃদ্ধি এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করবে বলে আশঙ্কা করা হচ্ছে।


সম্পর্কিত বিষয়:

মিয়ানমার

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top