যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত
 প্রকাশিত: 
                                                ২৮ মার্চ ২০২০ ০০:৫৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:৫১
                                                
 
                                        যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার এক ভিডিও বার্তায় এই তথ্য জানান তিনি। ভিডিওটি টুইটারে পোষ্ট করা হয়। আর করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি নিজের সিদ্ধান্তেই আসোলেশনে (বিচ্ছিন্নকরণ) গেছেন।
টুইটে বরিস জনসন জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো দেখা দেওয়ায় পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। তাই আমি স্বেচ্ছায় আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে ঘরে বসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাব।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: