বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার : দক্ষিণ কোরিয়া


প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৩ ২২:৪৯

আপডেট:
৮ মে ২০২৪ ১৯:৪০

 ফাইল ছবি

ইন্দো-প্রশান্ত অঞ্চলকে ‘মুক্ত, শান্তিপূর্ণ এবং আরও সমৃদ্ধ’ করে তুলতে বাংলাদেশের সমর্থন চেয়েছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশকে নিজেদের গুরুত্বপূর্ণ অংশীদার বলেও মনে করে এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির এই দেশটি।

মঙ্গলবার বাংলাদেশের বেসরকারি সংবাদ সংস্থা ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী চোয়ি ইয়ংস্যাম। এ দিন রাজধানী সিউলের হোটেল প্রেসিডেন্টে আয়োজিত ‘ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্স ২০২৩’ নামের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলেন ইয়ংস্যাম। সেই অনুষ্ঠানের বিরতিতে ইউএনবিকে সাক্ষাৎকার দেন তিনি।

সাক্ষাৎকারে উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি; আর ইন্দো-প্রশান্ত মহাসাগর অঞ্চলের রাজনীতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো মূল প্রভাবক। গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারের মতো ইস্যুতে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার দৃষ্টিভঙ্গি একই এবং বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার।’

ইন্দো-প্রশান্ত অঞ্চল মূলত একটি বিশাল ও বিস্তৃত জৈব ভৌগলিক অঞ্চল।ভারত মহাসাগরের সঙ্গে প্রশান্ত মহাসগারের পশ্চিম ও মধ্যাঞ্চলের সংযোগ ঘটেছে যেসব জায়গায়— সেসব এলাকা এ অঞ্চলের অন্তর্ভূক্ত। বিশাল এই অঞ্চলটি দু’ভাগে বিভক্ত— ইন্দো- প্রশান্ত পশ্চিমাংশ এবং ইন্দো-এশীয় প্রশান্ত অংশ।

গোটা ইন্দো-প্রশান্ত অঞ্চলে মোট ৪০টি দেশ রয়েছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডসহ কয়েকটি দেশ পড়েছে ইন্দো- প্রশান্ত পশ্চিমাংশে, আর বাকিগুলোর অবস্থান ইন্দো- এশীয় প্রশান্ত অংশে। দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ উভয়ই ইন্দো-এশীয় প্রশান্ত অঞ্চলের দেশ।

এই অঞ্চলে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় হুমকির নাম উত্তর কোরিয়া। প্রতিবেশী এই দেশটির ঘন ঘন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ গত বেশ কয়েক বছর ধরে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা পরিস্থিতির ওপর চাপ সৃষ্টি করছে।

এই অঞ্চলে দক্ষিন কোরিয়ার আর একটি অস্বস্তির নাম চীন। দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের আধিপত্য বিস্তার এই অস্বস্তির মূল কারণ।

বিশ্বের অন্যতম বিশাল ও বিস্তৃত এই জৈব-ভৌগলিক এলাকাটি দু’ভাগে বিভক্ত

মঙ্গলবারের সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার অংশীদারিত্ব এবং সহযোগীতামূলক সম্পর্ক বহু বছরের এবং দুই দেশের মধ্যকার সহযোগীতাপূর্ণ অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিও বেশ দৃঢ়।

দক্ষিণ কোরিয়া বাংলাদেশের পঞ্চম বৃহত্তম বিনিয়োগকারী দেশ। বাংলাদেশে এই দেশটির বিনিয়োগের পরিমাণ ১৩০ কোটি ডলারেরও বেশি। বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ, ইলেকট্রনিক্স সামগ্রী, ভোগ্যপণ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে প্রায় ২০০ দক্ষিণ কোরীয় কোম্পানির।

সামনের বছরগুলোতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন চোয়ি ইয়ংস্যাম।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top