গণঅভ্যুত্থান দিবসে দাগনভূঞায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
প্রকাশিত:
৫ আগস্ট ২০২৫ ১৮:০৫
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২০:৪২

গণঅভ্যুত্থান দিবসে ফেনীর দাগনভূঞায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি চলাকালে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপনের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপির উপজেলা আহ্বায়ক আকবর হোসেন গ্রুপের বিজয় র্যালিতে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন গ্রুপের লোকজন হামলা করেছে মর্মে দুষলেন আহ্বায়ক আকবর হোসেন। হামলায় উপজেলা মহিলা দলের সভাপতি জাহান আরা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার সোহেল ও সরোয়ারসহ ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেন।
বিএনপির বিজয় মিছিলে হামলার বিষয়ে জানতে চাইলে বিএনপির অপর অংশের পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন বলেন, আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে জিরোপয়েন্টে রক্তদান কর্মসূচি পালন করছি। এ সময় তারা মিছিল নিয়ে যাওয়ার সময় মিছিল থেকে তাদের কিছু নেতাকর্মী আমাদের কটাক্ষ করে মন্তব্য করেন। তখন আমাদের সঙ্গে থাকা নেতাকর্মীরা তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে আমরা তা নিভৃত করি। আমাদের নেতৃত্বে হামলা হয়েছে এ অভিযোগটি সত্য নয়। বরং তাদের হামলায় আমাদের বেলাল, সিফাত, মিলনসহ ৫-৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।
দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, বিএনপির বিজয় মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে দাগনভূঞা থানা পুলিশ তাৎক্ষণিক তা নিবৃত করতে চেষ্টা করছে। কোনো আহতের খবর জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
দাগনভূঞা উপজেলা বিএনপির আয়োজনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ রোডের মাথা থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইকবাল কলেজ রোডের মাথায় গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, সাবেক সহ-সভাপতি শাহিন আকবর, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক আহ্বায়ক বাবুল, সদস্য সচিব হুমায়ুন কবির বাবু, উপজেলা মহিলা দলের সভাপতি জাহান আরা আক্তার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মঞ্জু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওলি উল্যাহ শিপনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: