মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


মোদিকে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত রশিদ

শুনেছিলাম বিজেপি মুসলিমদের কিছু দেয় না


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৩ ১৬:৫৩

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:২৩

 ফাইল ছবি

এবার ভারতে ১০৬ জন পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে ছয় জন পেয়েছেন পদ্মবিভূষণ। পদ্মভূষণ পেয়েছেন নয়জন। পদ্মশ্রী পেয়েছেন ৯১ জন।

বুধবার (৫ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ৫২ জনের হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৪৫ জন পেয়েছেন পদ্মশ্রী।

এ দিন পদ্মশ্রী পেয়েছেন কর্ণাটকের বিশিষ্ট বিদরি হস্তশিল্পী রশিদ আহমেদ কাদরি। অনুষ্ঠানে তার কথা শুনে কিছুটা অবাক হন নরেন্দ্র মোদি। তিনি হেসেও ফেলেন।

পদ্ম সম্মান পাওয়ার পর সংবাদ মাধ্যমকে কথা প্রসঙ্গে শিল্পী রশিদ কাদির বলেন, এই সম্মান পাওয়ার জন্য ১০ বছর অপেক্ষা করেছি। ১২ হাজার টাকা খরচ করে আবেদন করেছি। ৫০টি রঙিন ছবি দিয়ে আমি আমার একটা প্রোফাইল বানিয়েছিলাম। টানা পাঁচ বছর আমি এ সম্মান পাওয়ার জন্য আবেদন করেছিলাম।

কিন্তু বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় এলো তখন সব চেষ্টা বন্ধ করে দিলাম। কারণ আমার ধারণা ছিল বিজেপি মুসলিমদের কিছু দেয় না। তবে প্রধানমন্ত্রী মোদি আমাকে ভুল প্রমাণ করেছেন। এর জন্য প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ।

অনুষ্ঠান শেষ পদ্ম সম্মান প্রাপ্তদের সঙ্গে পরিচিত হন ভারতের প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ। সেখানেও রশিদ মোদিকে বলেন, ইউপিএ সরকারের আমলে বহুবার চেষ্টা করেছি। এনডিএ ক্ষমতায় আসার পর চেষ্টা ছেড়ে দিয়েছিলাম। কারণ জানতাম বিজেপি মুসলিমদের কিছু দেবে না। আপনি আমাকে ভুল প্রমাণ করেছেন। তার ওই কথা শুনে হেসে ফেলেন নরেন্দ্র মোদি।

এ দিন মোদির সঙ্গে পরিচিত হন মহারাষ্ট্রের শিল্পী পরশুরাম কোমাজি, অসমের বিশিষ্ট সমাজকর্মী রামকুইঙ্গে জেমে– সব পদ্ম সম্মান প্রাপ্তরা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top