করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্য লকডাউন
 প্রকাশিত: 
                                                ২৪ মার্চ ২০২০ ১৮:২০
 আপডেট:
 ২৪ মার্চ ২০২০ ২০:৩৪
                                                
 
                                        করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় জাতীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন সারাদেশ লকডাউন ঘোষণা করেছেন। লকডাইন চলাকালে একসঙ্গে দু’জনের বেশি জমায়েত হওয়া যাবে না।
ভাষণে বরিস জনসন বলেন, আজ থেকেই আমি ব্রিটিশ জনগণকে খুবই সহজ একটি আদেশ দিতে চাই। সেটি হলো আপনাদের অবশ্যই বাসায় থাকতে হবে।
তিনি বলেন, সবার ঐক্যবদ্ধ প্রয়াসে এই ভাইরাসের বিস্তৃতি এখনই ঠেকাতে হবে। বিশ্বের কোনো স্বাস্থ্য ব্যবস্থাই এই ভাইরাসের মোকাবেলা করতে পারছে না। যদি এখনই সচেতন ও কার্যকরী পদক্ষেপ না নেয়া হয় তাহলে সময় এমন পর্যায়ে পৌঁছাবে যে চিকিৎসার জন্য ডাক্তার, নার্স, এমনকি ভেনটিলেট, ইনটেনসিভ বেড কিছুই পাওয়া যাবে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের সময় যুক্তরাজ্যে প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ছাড়া সকল কিছুই বন্ধ থাকবে। এছাড়া সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে শুধু শেষ কৃত্যের অনুষ্ঠান করা যাবে বলে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
যুক্তরাজ্যে করোনা ভাইরাসে ৬ হাজার ৬শ ৫০ জন আক্রান্ত হয়েছেন; মারা গেছেন ৩৩৫ জন।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: