মুখোমুখি বৈঠক করেছেন সুনাক-বরিস
 প্রকাশিত: 
                                                ২৩ অক্টোবর ২০২২ ২২:৪৯
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:২৫
                                                
 
                                        বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে আছেন ঋষি সুনাক। তবে কম যাচ্ছেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও।
এমন পরিস্থিতিতে মুখোমুখি বৈঠক করেছেন কনজারভেটিভ পার্টির (টোরি) সম্ভাব্য এ দুই প্রতিদ্বন্দ্বী। শনিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় বৈঠকে বসেন তারা।
জানা যায়, গতকাল শনিবারই ক্যারিবীয় অঞ্চল থেকে অবকাশযাপন শেষে লন্ডনে ফেরেন বরিস জনসন। লন্ডনে ফেরার কিছুক্ষণ পরেই দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে তোড়জোড় শুরু করেন তিনি। সে প্রচেষ্টার অংশ হিসেবেই ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করেন বরিস।
শনিবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে অনুষ্ঠিত এ বৈঠকে তারা পার্টির অন্তর্কোন্দল এড়াতে যৌথভাবে নির্বাচন করার বিষয়ে আলোচনা করেন। তবে তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা এখনো জানা যায়নি।
এদিকে, কনজারভেটিভ পার্টির নতুন নিয়মে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার জন্য কমপক্ষে ১০০ এমপির সমর্থন প্রয়োজন হয়। যারা প্রধানমন্ত্রিত্বের দৌড়ে অংশ নিতে ইচ্ছুক, তাদের সোমবারের (২৪ অক্টোবর) মধ্যে এ সমর্থন নিশ্চিত করতে হবে।
এরই মধ্যে শতাধিক সংসদ সদস্যের সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেছেন ঋষি সুনাক। তবে বরিস জনসন কিংবা ঋষি সুনাক কেউই এখনো প্রকাশ্যে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেননি।
গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মাত্র ৪৫ দিনের মাথায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন লিজ ট্রাস। এরপরই পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
জানা গেছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনের দ্বিতীয় ধাপ শুরু হবে আগামীকাল সোমবার। চূড়ান্ত নির্বাচন হবে শুক্রবার (২৮ অক্টোবর)। ওই দিনই জানা যাবে কে হচ্ছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী।
গত জুলাই মাসে বরিসের ক্ষমতাকালে অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন ঋষি সুনাক। অনেকের মতে, সে সময় সুনাকের পদত্যাগ বরিসকে ক্ষমতাচ্যুত করার বিদ্রোহকে উসকে দিয়েছিল।
এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, বরিস জনসন মাত্র ৫৩ জন এমপির সমর্থন পেয়েছেন। অন্যদিকে ঋষি সুনাক ১২৮ জন এমপির সমর্থন পেয়েছেন। এতে স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সুনাক।
সূত্র: ব্লুমবার্গ
সম্পর্কিত বিষয়:
বরিস জনসন


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: