ফুটবল স্টেডিয়ামে মৃতের সংখ্যা ১২৫: ইন্দোনেশিয়ার ডেপুটি গভর্নর
 প্রকাশিত: 
                                                ৩ অক্টোবর ২০২২ ২১:২৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:০৬
                                                
 
                                        ইন্দোনেশিয়ার একটি ফুটবল স্টেডিয়ামে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপের পর পদদলিত হয়ে ১২৫ জন মারা গেছেন বলে জানিয়েছেন পূর্ব জাভার ডেপুটি গভর্নর এমিল দারদাক। নিহতের সংখ্যা শুরুতে ১৭৪ জন বলা হলেও পরবর্তীতে তা সংশোধন করে জানানো হয় এই ঘটনায় ১২৫ জন মারা গেছেন।
ডেপুটি গভর্নর বলেন, আগের পরিসংখ্যানে কোন কোন মৃতের সংখ্যা একাধিকবার গণনা করা হয়েছে। ফলে শুরুতে ১৭৪ জন বলা হলেও পরবর্তীকালে তা সংশোধন করে ১২৫ জন মৃতের তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ সাম্প্রতিক দশকের সবচেয়ে শোচনীয় ফুটবল স্টেডিয়াম বিপর্যয়ের তদন্ত শুরু করেছে। খবর: রয়টার্স
সম্পর্কিত বিষয়:
ইন্দোনেশিয়া


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: