স্বামীকে কুপিয়ে হত্যা, পুরুষাঙ্গ কেটে নিলেন স্ত্রী
প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২২ ২২:০৮
আপডেট:
৭ মে ২০২৫ ০৬:২০

নিয়মিত স্ত্রীকে গায়ের রং তুলে খোঁটা দিতেন স্বামী। এ নিয়ে প্রায়ই শুরু হতো ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে সহ্য করতে না পেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামীকে খুন করেন স্ত্রী। কেটে নেন তার পুরুষাঙ্গ।
রোববার (২৫ সেপ্টেম্বর) ভারতের ছত্তিশগড় প্রদেশের দুর্গ জেলার অমলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা পিটিআইয়ে প্রতিবেদনে জানা গেছে, অনন্ত সোনওয়ানি তার স্ত্রী সংগীতা সোনওয়ানিকে প্রায়ই ‘কালো’ বলে খোটা দিতেন। স্বামীর এমন আচরণ মেনে নিতে পারতেন না সংগীতা। শুরু হতো ঝগড়া।
অবশেষে গত রোববার রাতে ঝগড়ার এক পর্যায়ে অনন্তকে কুপিয়ে খুন করেন সংগীতা। খুনের পর পুরুষাঙ্গ কেটে নেন তিনি।
পুলিশের জেরায় তিনি অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে
সম্পর্কিত বিষয়:
স্বামীকে খুন
আপনার মূল্যবান মতামত দিন: