মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


স্কুলে এক চেহারার ৭৬ জন ছাত্রছাত্রী, বিভ্রান্তিতে শিক্ষকরা


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২২ ২২:৩৯

আপডেট:
২৮ আগস্ট ২০২২ ২২:৪১

 ছবি : সংগৃহীত

পৃথিবীতে একই চেহারার অনেকেই থাকেন। দুটি মানুষের চেহারার মধ্যে এতটাই মিল থাকে যে, এক ঝলকে দুজনকে আলাদা করা মুশকিল হয়ে পড়ে। এটা শুনতে অবাক লাগলেও কখনও কখনও সত্যি হয়, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না।

এমনই মজাদার ঘটনা ঘটেছে পাঞ্জাবের জলন্ধরের পুলিশ ডিএভি স্কুলে। এখানে এমন একটি নয় বরং এক রকম অনেক ছাত্রছাত্রীরা পড়তে আসে, যাদের চেহারা একজন আরেকজনের সঙ্গে হুবহু মিলে যায়। এই স্কুলে প্রায় ৭৬ জোড়া এমন ছাত্র আছে, যাদের চেহারা একজনের সঙ্গে আরেকজন হুবহু একই।

যাদের মধ্যে পার্থক্য করা, রোজ যাঁরা তাদের দেখেন, তাঁদের পক্ষেও প্রায় অসম্ভব। এখানে অনেক ছাত্র-ছাত্রী এমন রয়েছে, যার চেহারা শুধু একই রকম বলে অনেকেই তাদের গুলিয়ে ফেলেন। তাদের মধ্যে কয়েকজন নিজেদের কাহিনি জানিয়েছেন, কীভাবে একজনের ভুলের জন্য আরেকজন, শিক্ষকের কাছে বকা খেয়েছেন এবং শাস্তিও পেয়েছেন।

স্কুলের প্রিন্সিপাল রশমি ভিজ জানিয়েছেন, তাদের স্কুলে সত্তরের বেশি এমন বাচ্চা রয়েছে যাদের চেহারা একজন আরেকজনের সঙ্গে প্রায় হুবহু মেলে, তখন তাঁরা অবাক হয়ে যান। "এখন এই বিষয়টি নিয়ে তাদের স্কুলের নাম, লিমকা বুক অফ রেকর্ডসে নথিবদ্ধ করার জন্য পাঠাবেন।"

তিনি এটাও জানান যে তিনি একাধিকবার শিক্ষকদের কাছ থেকেও এই অভিযোগ পেয়েছেন যে তাঁরা কিছু বাচ্চাকে বকাঝকা করেছিলেন, কিন্তু পরে তাঁরা জানতে পারেন, যে বাচ্চাকে তাঁরা বকেছেন, আসলে সে বা তাঁরা অভিযুক্ত ছাত্র বা ছাত্রীর জমজ ভাই বা বোন।

সূত্রঃ এসবি 


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top