শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ২ ভাই


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২২ ০০:০১

আপডেট:
৩ মে ২০২৪ ২২:১৫

ছবি সংগৃহীত

সৌদি আরবে প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের দুই ভাইসহ তিন যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বৃহস্পতিবার (২৫আগষ্ট) দেশটির আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার হিরন।

নিহতরা হলেন- ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের খলিফা বাড়ির আবুল কাশেমের ছেলে মো. ফারুক হোসেন (২৫) ও মো. পারভেজ হোসেন (২০)। অপরজন একই বাড়ির আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাশেমের ছোট ভাই সুমন মিয়া (৩৫) ও ভাগিনা রুবেল হোসেন (২০)। তাদের সেখানকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

নিহতদের পরিবারের বরাতে চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার হিরন জানিয়েছেন, ‘তিন বছর আগে সৌদি আরব যান ফারুক। মাস তিনেক আগে ছোট ভাই পারভেজকেও নিয়ে যান তিনি। সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে পাড়ি জমান। বৃহস্পতিবার দুপুরে তারা পাঁচজন বাজার করতে আল কাসিম শহরের উদ্দেশে প্রাইভেটকার নিয়ে বের হন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।‘

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, তারা ঘটনা শুনার পরে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের মরদেহ ফিরিয়ে আনতে সব ধরনের আইনি সহায়তা করা হবে।’ একই আশ্বাস দেন কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।

 


সম্পর্কিত বিষয়:

সৌদি আরব

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top