বুধবার, ৮ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


ভয়াবহ মাদক ‘ক্রিস্টাল মেথ’ অস্ট্রেলিয়ার বন্দরে জব্দ


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২২ ২৩:১৯

আপডেট:
৮ মে ২০২৪ ০১:৩৬

ছবি সংগৃহীত

একশ’ ১০ কোটি মার্কিন ডলারের বেশি সিন্থেটিক মাদক ‘ক্রিস্টাল মেথ’-এর সবচেয়ে বড় চালান জব্দ করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। দেশটির নিরাপত্তা বাহিনী এটিকে সবচেয়ে বড় মাদক জব্দের চালান দাবি করেছে।

নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য পুলিশ বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি সিডনি বন্দরে আসা কন্টেইনার থেকে ১ হাজার ৮০০ কেজিরও বেশি মেথাইলামফেটামিন পাওয়া গেছে। এসব মাদক মার্বেল পাথরের স্ল্যাবে লুকিয়ে রাখা হয়েছিল।

এ বিষয়ে শুক্রবার (২৬ আগস্ট) দেশটির পুলিশ জানিয়েছে, সবশেষ এক হাজার কেজির বেশি  মেথাইলামফেটামিন উদ্ধার হয়েছে। আর গত সপ্তাহে প্রায় ৭৫০ কেজি ক্রিস্টল মেথ বা আইস জব্দ করেছে। এত মাদক উদ্ধারের ঘটনাকে বিস্ময়কর বলছেন নিউ সাউথ ওয়েলসের গোয়েন্দা প্রধান জন ওয়াটসন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, এসব মাদকের চালান মধ্যপ্রাচ্য থেকে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সবশেষ চালানে কাউকে আটক করা যায়নি। তবে গত সপ্তাহে মাদক উদ্ধারের ঘটনায় তিনজকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, সিন্থেটিক মাদক ক্রিস্টাল মেথ উত্তেজনা জাগিয়ে তোলে। খানিক ক্লান্তি দূর করে। যারা প্রবল চাপ বা স্ট্রেসে থাকেন এবং কর্মক্ষমতা বাড়াতে চায়, তাদের মধ্যেই এই মাদক সেবনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এই মাদক সেবনে প্রচণ্ড শারীরিক ও মানসিক ক্ষতি হয়। নার্ভ সেল বা স্নায়ুকোষ ধ্বংস হয়। ক্ষতি হয় মস্তিষ্কের। আক্রমণাত্মক ও সহিংস করে তোলে মানুষকে। এক পর্যায়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়।

সূত্র: বিবিসি।

 


সম্পর্কিত বিষয়:

মাদক

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top