মালেতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত:
২৬ আগস্ট ২০২২ ০২:৪৭
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৩:৩৪

মো. ফয়সাল ইমরান নামে এক প্রবাসী বাংলাদেশির মালদ্বীপের রাজধানী মালেতে মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে ব্রেন স্ট্রোক করে তিনি মারা যান।
জানা গেছে, বুধবার (২৪ আগস্ট) রাতের ডিনার শেষ করে ঘুমাতে যান ফয়সাল। পরে ঘুমানোর এক ঘণ্টার মধ্যে তিনি ব্রেন স্ট্রোক করেন। এরপর তার সহকর্মীরা তাকে মালের আইজিএমএইচ হাসপাতালে গেলে, সেখানে পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফয়সালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায়। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ইমরানের সাত মাস বয়সী এক ছেলে রয়েছে।
সম্পর্কিত বিষয়:
মালদ্বীপ
আপনার মূল্যবান মতামত দিন: