শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ১৪ জন সিইও


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২২ ২২:২৭

আপডেট:
১৭ মে ২০২৪ ২০:০৬

 ছবি : সংগৃহীত

সর্বোচ্চ বেতন পাওয়া বিশ্বের ১৪ জন সিইও’র নাম সম্প্রতি প্রকাশ করেছে বাণিজ্য সংক্রান্ত সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’। এই তালিকার শীর্ষে রয়েছেন ‘টেসলা’র সিইও ইলন মাস্ক। তার বার্ষিক বেতন ৯৬ হাজার কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন, ‘রিভিয়অন অটোমোটিভ’ সংস্থার সিইও রবার্ট স্ক্যারিঞ্জে। ইলন মাস্কের বার্ষিক বেতনের প্রায় এক-পঞ্চমাংস বেতন পান রবার্ট। তার বেতন ২১ হাজার ৭০০ কোটি টাকা।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ‘অ্যাপল’র সিইও টিম কুক। তিনি প্রতি বছর বেতন পান ৮ হাজার ১৮২ কোটি টাকা। চতুর্থে স্থানে রয়েছেন ‘লুসিড’র সিইও পিটার রলিনসন। তার বার্ষিক বেতন ৫ হাজার ৫১৮ হাজার কোটি টাকা।

পঞ্চম স্থানে রয়েছেন টম সিয়েবেলের নাম। তিনি সফটওয়্যার প্রতিষ্ঠান ‘সি৩.এই’র সিইও। তার বার্ষিক বেতন ৩ হাজার ২৯৫ কোটি টাকা। ষষ্ঠ অবস্থানে রয়েছেন প্রসাধনী সামগ্রী ‘কোটি’র সিইও এক মাত্র মহিলা সুয়ে নাবি। তার বার্ষিক বেতন ২ হাজার ৭২০ কোটি টাকা।

‘কেকেআর’ বিনিয়োগকারী সংস্থার যুগ্ম সিইও জো বে হলেন এই তালিকায় সপ্তম অবস্থানে। তার বার্ষিক বেতন ২ হাজার ৬৭২ কোটি টাকা। অষ্টম অবস্থানে রয়েছেন ‘সেন্টিলেনওয়ান সাইবার সিকিউরিটি’ সংস্থার সিইও জো বে। তার বেতন ২ হাজার ৬৪৩ কোটি টাকা।

‘প্যালান্টির টেকনোলজিস’ সফটওয়্যার সংস্থার সিইও অ্যালেক্স কার্প রয়েছেন নবম স্থানে। তার বেতন ২ হাজার ৫২৮ কোটি টাকা। তালিকার দশম স্থানে রয়েছেন ‘গিটল্যাব’ সংস্থার সিইও সিড। তার বার্ষিক বেতন ২ হাজার ৫১৮ কোটি টাকা।

একাদশে রয়েছেন ‘এমবার্ক টেকনোলজির’ সিইও অ্যালেক্স রড্রিগেজ। তার বেতন ২ হাজার চারশত ১৩ কোটি টাকা। ‘কেকেআর’ সংস্থার আরও এক যুগ্ম সিইও স্কট নাট্টাল এই তালিকার দ্বাদশে রয়েছেন। তার বেতন ২ হাজার ২২০ কোটি টাকা।

এই তালিকার ১৩তম স্থানে রয়েছেন ‘কয়েনবেস ক্রিপ্টোকারেন্সি’ সংস্থার সিইও ব্রায়ান আর্মস্ট্রং। তার বার্ষিক বেতন ২ হাজার ৮৮ কোটি টাকা। তালিকায় ১৪তম এবং শেষে রয়েছেন ‘স্কাল্পচার ক্যাপিটাল ম্যানেজমেন্ট’ সংস্থার সিইও জিমি লেভিনের নাম। তার বেতন ১ হাজার ৯১৬ কোটি টাকা।


সম্পর্কিত বিষয়:

বিশ্ব

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top