স্যুটকেসে মিলল মানুষের দেহাবশেষ
প্রকাশিত:
১৯ আগস্ট ২০২২ ০১:৩৫
আপডেট:
১৯ আগস্ট ২০২২ ০১:৩৯

নিউজিল্যান্ডে এক পরিবার নিলাম থেকে স্যুটকেস কিনে সেটির ভেতর দেহাবশেষ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পরিবারটি অকল্যান্ড নগরীর দক্ষিণাঞ্চলের বাসিন্দা। নিলামে স্যুটকেস কেনার পর বাসায় গিয়ে সেটি খুলে তারা দেহাবশেষ দেখতে পায়।
নিউজিল্যান্ডের পুলিশ কর্তৃপক্ষ বিষয়টি জানার পর হত্যার তদন্ত শুরুর পাশাপাশি দেহাবশেষ শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
হত্যাকাণ্ডের সঙ্গে ওই পরিবার জড়িত না বলেই ধারণা করছে পুলিশ। পরিবারটি গত বৃহস্পতিবার স্থানীয় একটি গুদামে গিয়ে ট্রাক ভর্তি করে জিনিস কিনে বাড়ি নিয়ে যায়। ওইসব জিনিসের মধ্যেই ছিল সেই স্যুটকেস।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মৃতের পরিচয় নিশ্চিত করাই এখন পুলিশের অগ্রাধিকার, যাতে এ হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা সম্পর্কে জানা যায়। এ ঘটনায় আপাতত আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: