বিশ্বের সংক্ষিপ্ত বিমান ভ্রমণ মাত্র ৭৪ সেকেন্ডে
 প্রকাশিত: 
                                                ১৭ আগস্ট ২০২২ ০৫:৪৬
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:০৭
                                                
 
                                        আকাশপথে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দীর্ঘ পথ দ্রুত পাড়ি দিতে প্লেনের মাধ্যমে সহজেই পৌঁছনো যায়। কিন্তু বিমান ভ্রমণ যদি হয় মাত্র দেড় মিনিটেরও কম সময়ের, আর এর জন্য ভাড়া গুনতে হয় প্রায় ২ হাজার, তাহলে ত অবাক হবার কথা সকলের।
বাস্তবে এমনই একটি বিমান ভ্রমণের কথা তুলে ধরেছেন একজন ট্রাভেল ব্লগার। যদিও বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম এই ফ্লাইটের পথটি নদীপথে পাড়ি দিতে সময় লাগে মাত্র ২০ মিনিট। গত শুক্রবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক ট্রাভেল ব্লগার ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে তিনি বিশ্বের ক্ষুদ্রতম বিমান ভ্রমণের বিষয়টি তুলে ধরেছেন। আকাশপথে সেই ভ্রমণের মেয়াদ মাত্র ১ মিনিট ১৪ সেকেন্ড।
অর্থাৎ আকাশে উড্ডয়নের দেড় মিনিটেরও কম সময়েই গন্তব্যে পৌঁছে যায় প্লেন। যদিও এর জন্য খরচ করতে হয় ১৭ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার টাকা। স্বল্প সময়ের এই প্লেন ভ্রমণ নিয়ে রীতিমতো বিস্মিত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
নোয়েল ফিলিপস নামের ৪১ বছর বয়সী এক ট্রাভেল ব্লগার স্বল্প দৈর্ঘ্যের প্লেন ভ্রমণের এই বিষয়টি সামনে এনেছেন। স্কটল্যান্ডের এক দ্বীপ থেকে অন্য দ্বীপের মধ্যে চালু রয়েছে আকাশপথে ভ্রমণের এই পরিষেবা।
সংবাদমাধ্যম জানিয়েছে, স্কটল্যান্ডের অর্কনে দ্বীপপুঞ্জের মধ্যে চলাচল করে স্বল্প সময়ের এই বিমান। সেখানকার পাপা ওয়েস্ট্রে থেকে ওয়েস্ট্রের দ্বীপের মধ্যে এই ফ্লাইট চলে। এক দ্বীপ থেকে অন্য দ্বীপের দূরত্ব মাত্র ১.৭ মাইল (২.৭ কিলোমিটার)।
পাপা ওয়েস্ট্রে থেকে ওয়েস্ট্রে হয়ে কির্কওয়াল যায় ওই প্লেনটি। দিনে ২ বার এই পথে যাতায়াত করা এই বিমানে সাধারণত নিত্যযাত্রী এবং পর্যটকরা যাতায়াত করে থাকেন। ১.৭ মাইল (২.৭ কিলোমিটার) দূরত্বের এই ভ্রমণটি আকাশপথে সম্পন্ন করতে ৭৪ সেকেন্ড সময় লাগলেও নৌকায় ওই পথ যেতে সময় লাগে মাত্র ২০ মিনিট।
সম্পর্কিত বিষয়:
বিমান


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: