মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


আফতাবনগরে রাজউকের অভিযান শুরু


প্রকাশিত:
১৩ মে ২০২৫ ১১:৪৫

আপডেট:
১৩ মে ২০২৫ ১৬:৪১

ছবি সংগৃহীত

রাজধানীর আফতাবনগর এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযান শুরু হয়েছে। অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান।

মঙ্গলবার (১৩ মে) সকালে আফতাবনগরের এইচ ব্লক থেকে এ অভিযান শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, এইচ ব্লকের বিভিন্ন রোডের নির্মাণাধীন ভবনগুলোতে যাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একটি নির্মাণাধীন ভবনের ডিজাইন ওলটপালট থাকায় ওই ভবনের বিদ্যুতের মিটার জব্দের নির্দেশ দেন তিনি। আরও দুটি ভবনের মালিককে ডাকার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রাজউকের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ভবন নির্মাণে কেউ নকশা মানেনি, কেউ রাস্তা দখল করেছে, কেউ আবাসিক ভবন বাণিজ্যিক হিসেবে ব্যবহার করেছে, কেউ ৫ তলার অনুমোদন নিয়ে ৮ তলা করেছে, পার্কিংয়ের জায়গা রাখেনি— এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে অংশ নিয়েছেন রাজউকের অথরাইজড অফিসার মো. রাজিবুল ইসলাম, সহকারী অথরাইজড অফিসার মোস্তাফিজুর রহমান, এজাজ আহমেদ, প্রধান ইমারত পরিদর্শক মো. আশরাফুল ইসলাম, ইমারত পরিদর্শক মো. আবু তৈয়ব এবং তোফায়েল আহমেদ। এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা এখানে উপস্থিত আছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top