বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


রাজধানীর উত্তরখান এলাকায় কয়েকটি ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিলো রাজউক


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৩

আপডেট:
২ মে ২০২৪ ২২:৩১

ফাইল ছবি

রাজধানীর উত্তরখান মাষ্টারপাড়া এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযানে বন্ধ করে দেয়া হয়েছে কয়েকটি ভবনে নির্মাণ কাজ। এগুলো নিয়ম না মেনে নির্মাণ হচ্ছিল বলে রাজউকের পক্ষ থেকে বলা হয়েছে। এ সময় নকশা বহির্ভূত কয়েকটি ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-২/১ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন- ২/১ আওতাধীন উত্তরখান মাস্টার পাড়া এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষনিক ভাবে দুইটি ভবনে মোট সাত লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বাকি অংশ নিজ উদ্যোগে ভেঙে অপসারণ করবেন বলে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দেন ভবন মালিক।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউক জোন- ২/১ এর পক্ষে অথরাইজড অফিসার শাহরিয়ার সিদ্দিক, সহকারি অথরাইজড অফিসার সাবা তাসনিম, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক, মো. আবু হেনা, ইমারত পরিদর্শক মো.নাজমুল হাসান, আমিন কবি, সরফুদ্দিন, মেহেদী।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top