করোনা: মৃত্যু ৩৪ জন, শনাক্ত ১ হাজার ২৮২
প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২০ ২১:৩৮
আপডেট:
১ আগস্ট ২০২৫ ০৮:৫৫

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২৮২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে আরও ৩৪ জন।
শনিবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
শনিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ২৮২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জন হল।
আর গত এক দিনে মারা যাওয়া ৩৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৭০২ জনে দাঁড়াল।
আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ২৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন হয়েছে।
সম্পর্কিত বিষয়:
করোনা ভাইরাস
আপনার মূল্যবান মতামত দিন: