মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


পাপুল কাণ্ডে সরকারি কর্মকর্তা বরখাস্ত কুয়েতে


প্রকাশিত:
১৮ জুন ২০২০ ১৭:১৯

আপডেট:
১৮ জুন ২০২০ ২০:৪৭

লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল। ফাইল ছবি।

কুয়েতে মানবপাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেফতার লক্ষ্মীপুর–২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে টানা আট দিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এছাড়া কুয়েত সরকার তাদের এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে।

মঙ্গলবার কুয়েতের প্রসিকিউশন বিভাগ পাপুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

পাপুলকে আটকের পর থেকে বিষয়টি নিয়ে বেশ নড়েচড়ে বসেছে কুয়েত সরকার। পাপুলসহ তার সঙ্গে আর কারা সম্পৃক্ত তা জানতে তদন্তে নেমেছে কুয়েত কর্তৃপক্ষ।

বুধবার কুয়েতভিত্তিক ইংরেজি দৈনিক আরব টাইমস পাপুলের ঘটনাসমূহের তদন্ত কর্মকর্তাদের সূত্রে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরব টাইমসের খবরে বলা হয়, কুয়েতের সমাজকল্যাণ ও অর্থনীতিবিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল আকিল সরকারের জনশক্তি কর্তৃপক্ষের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেছেন।

কুয়েতে মানবপাচারের বিরুদ্ধে চলমান তদন্তের স্বার্থে পাবলিক প্রসিকিউশন ওই কর্মকর্তাকে বরখাস্ত করার সুপারিশ করে। জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে কুয়েত সরকার জনশক্তি দফতরের ওই কর্মকর্তাকে ৩ মাসের জন্য বরখাস্তের সিদ্ধান্ত নেয়। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি গণমাধ্যমটি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top