আত্মহত্যা করলেন টিকটক স্টার সিয়া কক্কর
প্রকাশিত:
২৬ জুন ২০২০ ২০:৫৮
আপডেট:
১ আগস্ট ২০২৫ ০৩:৫৯

ভারতের টিকটক স্টার সিয়া কক্কর আত্মহত্যা করেছেন। নয়াদিল্লির প্রীত বিহারে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি।
মাত্র ১৬ বছরের বয়সেই পৃথিবীকে বিদায় জানানো সিয়া ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
তবে সিয়ার ম্যানেজার অর্জুন সারিন জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই আত্যহত্যা করেছেন তিনি।
জিনিউজ জানিয়েছে, টিকটকে ১ মিলিয়ন ফলোয়ার রয়েছে সিয়ার। অন্যদিকে ইনস্টাগ্রামেও রয়েছে তার ১ লাখ ফলোয়ার। ফলে কাজের জগতের জন্য নয়, ব্যক্তিগত কারণেই সিয়া কক্কর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
সিয়ার আত্মহত্যার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি।
পাশাপাশি সিয়ার পরিবারও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর আগে গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ ফ্ল্যাটে আত্মহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। ৩৪ বছর বয়সী এই অভিনেতা গত ছয় মাস ধরে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন বলে জানা গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: