সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


চলে গেলেন কিংবদন্তি গায়ক বাপ্পী লাহিড়ী


প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩৬

আপডেট:
১৭ ফেব্রুয়ারি ২০২২ ০০:২০

 ছবি : সংগৃহীত

সঙ্গীত জগতে একের পর এক তারকা পতন। লতা মঙ্গেশকরের পরই সন্ধ্যা মুখোপাধ্যায়, সেই শোক কাটতে না কাটতেই চলে গেলেন ভারতের কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী। হিন্দি গান থেকে শুরু করে বাংলা গানের জগতে একের পর এক হিট গান উপহার দিয়ে সাধারণের মনে ছিলো যার সদা উপস্থিতি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ের ক্রিটি কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত বছর করোনা আক্রান্ত হয়েও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।

১৯৭০-৮০ দশকের শেষের দিকে চলতে চলতে, ডিস্কো ডান্সার এবং শারাবির মতো বেশ কয়েকটি ছবিতে আইকনিক গান পরিবেশনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন বাপ্পি লাহিড়ী। তার শেষ বলিউড গান ছিল ২০২০ সালের বাঘি ৩ ভঙ্কাস।


সম্পর্কিত বিষয়:

বাপ্পি লাহিড়ী ভারত গায়ক

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top