চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতৃত্বে আলমগীর
প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২২ ০০:৪৩
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০০:৩৫

চলচ্চিত্রের উন্নয়ন ও দ্বন্দ্ব দূর করতে নতুন করে একজোট হয়েছে চলচ্চিত্রের ১৮ সংগঠন। যার প্রধান হলেন নায়ক-প্রযোজক-পরিচালক আলমগীর।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে এক বৈঠকে মিলিত হয়েছিল চলচ্চিত্রের সিনে সংগঠনগুলোর নেতা ও সদস্যরা। যেখানে সিদ্ধান্ত হয়, এই মোর্চার প্রধান বা মুখপাত্র হিসেবে এখন থেকে নেতৃত্ব দেবেন আলমগীর।
বৈঠকে আলোচনা শেষে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি আমাদের বরেণ্য অভিনেতা আলমগীর সাহেবের নেতৃত্বে এগোবো। চলচ্চিত্রের এই সংকটে চেয়ার নিয়ে টানাটানি দেখতে চাই না। চাই সব সংগঠন দ্বন্দ্ব ভুলে একযোগে কাজ করুক।’
আপনার মূল্যবান মতামত দিন: