সিনেমায় নতুন জুটি তাহসান-বাঁধন!
প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২১ ০২:০৩
আপডেট:
২ আগস্ট ২০২৫ ২২:১০

রেহানা মরিয়ম নূর ফরাসিদের কান উৎসব থেকে শুরু করে নানা দেশ মাতিয়ে বাজিমাত করে চলেছেন আজমেরী হক বাঁধন। এখন প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশেও।
এবার দেশে ‘অ্যা ব্লেসড ম্যান’ নামের নতুন একটি সিনেমায় নাম লেখালেন বাঁধন। এখানে বাঁধন জুটি বাঁধবেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের সঙ্গে।
সীনেমাটি পরিচালনা করবেন সাদিক আহমেদ। এমন তথ্য নিশ্চিত করেছেন তাহসান। বাঁধনও ফেসবুক লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাঁধন বলেন, ‘একটা নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি। খুব সুন্দর গল্পটি। আর আমার চরিত্রটি অসাধারণ। তাহসান খানের সঙ্গে কাজ করবো এখানে। সব মিলিয়ে বেশ উপভোগ করছি ব্যাপারটা।’
তাহসান খান বলেন, ‘সুন্দর একটি গল্প। দর্শক মুগ্ধ হবেন। সঙ্গে বাঁধন। দারুণ একটা সিনেমার আশা করছি।’
আপনার মূল্যবান মতামত দিন: