বৃহঃস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২


ইতালিয়ান অভিনেতা রোসানো আর নেই


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২১ ০৬:৪২

আপডেট:
২৯ জানুয়ারী ২০২৬ ১২:৫৩

ছবি-সংগৃহীত

স্কিন ক্যানসারের কাছে হেরে না ফেরার দেশে পারি জমিয়েছেন ইতালিয়ান অভিনেতা ও মডেল রোসানো রুবিকোন্ডি। রুবিকোন্ডি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন স্ত্রী ইভানার চতুর্থ স্বামী।

স্থানীয় সময় শুক্রবার ( ২৯ অক্টোবর) সন্ধ্যায় ইতালির এক টেলিভিশন উপস্থাপক সিমোনা ভেনচুরা টুইটারে তার মৃত্যুর বিষয়টি জানান।

টুইট বার্তায় সিমোনা বলেন, রোসানো... ধন্যবাদ, আমরা এক সঙ্গে যে যাত্রা আরম্ভ করেছিলাম, অনেক ভালো সময়, অনেক খারাপ সময় কেটেছে, অনেক হাসি, কান্নাও ছিলো। বিদায়।

রোসানো রুবিকোন্ডি ২০০২ সালে ইভানার প্রেমে পড়েন। পরিচয় হওয়ার ছয় বছর পর ২০০৮ সালের এপ্রিলে তারা বিয়ে করেন। সে সেময় ইভানা ট্রাম্পের বয়স ৫৯ বছর আর রুবিকোন্ডির বয়স ছিল ৩৬ বছর। ২০০৯ সালে ইভানার সঙ্গে বিয়েবিচ্ছেদ হলেও এ দুজন সম্পর্ক পুরোপুরি শেষ করেননি।

জানা গেছে, রুবিকোন্ডি দীর্ঘদিন ধরে স্কিন ক্যানসারে ভুগছিলেন। গত আগস্টেও নিউইয়র্ক শহরে এই জুটিকে একত্রে দেখা গেছে। রুবিকোন্ডির মৃত্যু নিয়ে এখনও ইভানা কোনো কথা বলেননি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top