শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫, ৩রা কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


ভয়ঙ্কর নেশায় ডুবেছিলেন ববি দেওল, আতঙ্কে থাকত পরিবার


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৫ ১০:৩৭

আপডেট:
১৮ অক্টোবর ২০২৫ ১৫:৪১

ফাইল ছবি

বলিউডে আত্মপ্রকাশের প্রায় তিন দশক পর যেন সাফল্যের স্বাদ পেলেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’ ছবির হাত ধরে অনেকটাই ঘুরে গেল তার ক্যারিয়ার। সম্প্রতি আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজেও ববির অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। যদিও একটা সময় তার কাজ কমতে শুরু করেছিল। সেই সময় ভয়ঙ্কর ভাবে নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি; আর স্ত্রী তন্যার সঙ্গে সম্পর্ক প্রায় শেষের পথে এসে দাঁড়ায়।

১৯৯৫ সালে ‘বারসাত’ ছবির মাধ্যমে অভিনেতা হিসাবে বলিউডে হাতেখড়ি ববির। তারপর ‘গুপ্ত’, ‘সোলজার’, ‘বিচ্ছু’, ‘আজনবি’-র মতো ছবিতে অভিনয় করেছেন। একেতো তারকাসন্তান, সঙ্গে একের পর এক সফল ছবি। অভিনয়জীবনের গোড়ার দিকে সাফল্যের মুখ দেখলেও তারপর একটা সময় দীর্ঘ দিন হাতে কোনো কাজ ছিল না ববির। হতাশায় ডুবতে শুরু করেন ধর্মেন্দ্র-পুত্র।

ববি বলেন, ‘মদের নেশা ভয়ঙ্কর। এটা মস্তিষ্কের সঙ্গে খেলা করে। আমি রোজ মদ খাচ্ছি এমন নয়। কিন্তু খাওয়ার পর যেন মানুষটা অন্য হয়ে যেতাম। সে কারণে আমার বাড়ির লোকেরা আতঙ্কে থাকত।’

অভিনেতা জানান, সেই সময় তার পুরো পরিবার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। সে সময় অবসাদে নেশাগ্রস্ত হয়ে পড়েন ববি। তবে মদ ছাড়ার সিদ্ধান্ত নেন ছেলের কথা শুনে। ববি এক সাক্ষাৎকারে বলেন, “একদিন ছেলে আমার স্ত্রীকে বলছে, ‘মা তুমি রোজ কাজে যাও, বাবা তো বাড়ি বসে থাকে।’ এই কথাটা শুনে অনেক কিছু বদলে গেল।”

যদিও খারাপ সময় কেটে এখন সাফল্যের নয়া জীবনে পা দিয়েছেন ববি। স্ত্রী তন্যার প্রতি কৃতজ্ঞ তিনি, এত কিছুর পরও তাকে ছেড়ে যাননি। ববির কথায়, ‘অন্য কেউ হলে আমার এই সব ব্যবহার সহ্য করত না। তাই আমার জীবনে তন্যা মা-বাবার থেকে গুরুত্বপূর্ণ।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top