হঠাৎ নিজেকে নিয়ে বিস্ফোরক ইমরান হাসমি!
 প্রকাশিত: 
                                                ৩০ জুলাই ২০২৪ ১৫:০২
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:৪৪
                                                
 
                                        ঐশ্বরিয়া রাই বচ্চন ও ইমরান হাসমির বিবাদ ছিল না কখনোই। তবু সব পাল্টে যায়। কোণঠাসা হন ইমরান। শুনতে হয়েছে নানা কটুকথা।
ঘটনার সূত্রপাত কফি উইথ করণ শোয়ের একটি পর্বে। যেখানে ইমরান হাসমি জানিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন প্লাস্টিক বিউটি। এরপরই বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। পড়তে থাকেন দর্শকদের রোশানলে। এবার ওই বিষয়ে মুখ খুললেন ইমরান। জানালেন তিনি মোটেও ওই কথা মুখে আনতে চাননি। আসলে তিনি চেয়েছিলেন গিফট বক্স জিততে। কফি উইথ করণ শোয়ে এসে তিনি র্যাপিড ফায়ার রাউন্ডে ওই মন্তব্য করে বিপাকে পড়েছিলেন।
তবে ইমরান হাসমি একটা কথা স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি মোটেও ঐশ্বরিয়া সম্পর্কে এমন মন্তব্য করতে চাননি। তার মতে শোয়ের ধরন অনুযায়ী তাকে এমন কিছুই বলতে হতো। তিনি যদি আবারও কফি উইথ করণ শোয়ে আসেন, তবে তিনি আবারও এমন কিছু বলবেন। কারণ এই শোয়ের এটাই চরিত্র।
আরও পড়ুন: ৬৫ বছরে ৩ বিয়ে, ৩০৮ প্রেমিকা সঞ্জয় দত্তের
ইমরান হাসমি জানিয়েছেন, তিনি যদি আবার আসেন তবে আবারও এমন কোনো মন্তব্য করবেন যা খবরের শিরোনামে জায়গা করে নেবে। কারণ একটাই, তিনি চান উপহার জিততে। সেবারও ঠিক তেমনটাই চেয়েছিলেন বলে জানান ইমরান হাসমি।
তবে এই মন্তব্য করে যে বলিউডের অন্দরমহলে তিনি শক্র তৈরি করেছিলেন, তা অস্বীকার করলেন না। ইমরানের ভাষ্য, তিনি ঐশ্বরিয়াকে ভীষণ ভালোবাসেন, শ্রদ্ধাও করেন। তিনি মোটেও মন থেকে এই কথা বলেননি।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: