শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


আমার অনেক টাকা চাই : শ্রীলেখা মিত্র


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২২ ০২:০৬

আপডেট:
২ আগস্ট ২০২৫ ২০:৫৯

ছবি সংগৃহীত

টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র মুখ খুললেই খবরের শিরোনাম! এমনটাই হয়ে আসছে বহুদিন ধরে। একদিকে তিনি যেমন অকপট, স্পষ্টবাদী, আবার ব্যক্তিগত জীবন নিয়েও খুল্লামখুল্লা। তাই হরহামেশাই নানা মন্তব্য করে আলোচনার ঝড় বইয়ে দেন।

এবার নিজের একটি ইচ্ছার কথা জানালেন অভিনেত্রী। আজ রবিবার (৩০ অক্টোবর) ফেসবুকে পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, ‘অনেক টাকা চাই! অডি বা মার্সিটিজ কিনব না। একটা জমি কিনে আশ্রয় বানাব উদ্ধারকৃত মানুষের সাহায্যের জন্য।’

এরপর অভিনেত্রী লেখেন, ‘ভগবান একটু অসৎ বানালে এত দিনে হয়ে যেত। সৎপথে টাকা হয় না। মরে যাওয়ার আগে এটা আমাকে করতেই হবে।’

অভিনেত্রীর এই পোস্টে তার শুভাকাঙ্ক্ষীরা নানান মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ডোনেশন তোলো। আমরা আছি। আর কেউ সাহায্য না করলেও সৃষ্টিকর্তা করবে।’

অপর একজন লিখেছেন, ‘এসব কাজ একার টাকায় হবে না। যারা সমমনস্ক, তাদের একত্র করে কাজটা করতে হবে। কারণ জমি বা শেল্টার হলেই কাজটা শেষ হবে না। তাদের প্রতিদিন এর খাওয়া ও যত্নের খরচটা কিন্তু চলতেই থাকবে।’

অন্য এক অনুরাগী লিখেছেন, ‘দিদি, তুমি উদ্যোগ নিলে আমরা সবাই থাকব। এত সুন্দর কাজে এক শতাংশ সাহায্য করতে পারলেও ধন্য হব।’


সম্পর্কিত বিষয়:

শ্রীলেখা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top