ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ফল প্রকাশ
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২১ ০২:২৫
আপডেট:
১ আগস্ট ২০২৫ ১২:০২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় মোট পাস করেছেন ২৫৮ জন শিক্ষার্থী। পাসের হার ২ দশমিক ৫৬ শতাংশ।
রোববার (১৪ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফল ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর চারুকলা অনুষদের ফিগার ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় ১ হাজার ৫৪০ জন অংশগ্রহণ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: