মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


জাবির হল খুলবে ১১ অক্টোবর, ক্লাস শুরু ২১ তারিখে


প্রকাশিত:
৩ অক্টোবর ২০২১ ১৭:৩১

আপডেট:
৩ অক্টোবর ২০২১ ২১:১১

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের কারনে র্দীঘ দিন পর আগামী ১১ অক্টোবর খুলে দেয়া হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল। তবে ক্লাস শুরু হবে ২১ অক্টোবর থেকে।

রোববার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ন্যূনতম এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। কোয়ারেন্টাইন পালন করতে হবে না। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

এছাড়া, হলগুলোতে শুধু রানিং (মাস্টার্স শেষ হয়নি যাদের) শিক্ষার্থীরা অবস্থান করতে পারবে। তবে ৪৯ ব্যাচসহ (২০১৯-২০ সেশন) যাদের অনলাইনে পরীক্ষা চলমান তারা অনলাইনে পরীক্ষা শেষ করে তারপর হলে উঠবে।’

২ অক্টোবর বিকেলে সিন্ডিকেট সভা শুরু হয়। এই সিন্ডিকেট সভায় লাইব্রেরি ও হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ২১ অক্টোবর হল খোলার সুপারিশ করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top